অলিখিত ‘ফাইনালের’ অপেক্ষায় সিটি-রিয়াল

 


চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচটি সমতায় শেষ করেছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। সান্তিয়াগো বার্নাব্যুর লড়াইয়ে শুরুতে ভিনিসিয়ুসের গোলে এগিয়ে যায় রিয়াল।

স্বাগতিকেরা যখন এই গোলে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে তখন সিটিকে সমতায় ফেরান কেভিন ডি ব্রুইনা। ম্যাচ শেষে দুই দলের পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন সিটি কোচ পেপ গার্দিওলা।

বলেছেন, তারা যখন ভালো খেলছিল তখন গোল করেছে রিয়াল। আর রিয়াল ভালো খেলার সময় গোল করেছে সিটি। পাশাপাশি এই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে আগামী বুধবারের অলিখিত ‘ফাইনালে’ ঘুরে দাঁড়ানোর কথাও বলেছেন গার্দিওলা। আগামী ম্যাচটাকে ‘ফাইনাল’ হিসেবে দেখছেন রিয়ালের দুই তারকা লুকা মদরিচ এবং থিবো কোর্তোয়াও।

সান্তিয়াগো বার্নাব্যুতে পিছিয়ে পড়েও সমতা ফেরানোর পর গার্দিওলা বলেছেন, ‘যখন আমরা ভালো খেলছিলাম, তখন তারা গোল করেছে। আর যখন তারা ভালো খেলছিল, তখন গোল করেছি আমরা। খুবই হাড্ডাহড্ডি লড়াইয়ের ম্যাচ হয়েছে। ম্যাচে আমরা ভালো খেলেছি, আমরা কখনো আমাদের সংগ্রাম করতে হয়েছে। বুধবার আমাদের দর্শকদের সঙ্গে নিয়ে ঘরের মাঠে ফাইনাল খেলব।’

ম্যাচের শুরুটা এদিন দারুণভাবে করলেও পরে তা ধরে রাখতে পারেনি সিটি। দ্বিতীয়ার্ধে নিজেদের খেলা নিয়ে গার্দিওলা বলেছেনে, ‘তারা বাঁ পাশে প্রচুর পাস খেলেছে, তারা সেখানে বেশ ভালো করেছে। এরপর আমাদের হয়ে গোল করেছেন কেভিন এবং আমরা ভালো খেলেছি। পরে তারা বেশ কিছু সুযোগ তৈরি করেছে।



এদিকে লড়াই এখনো ফিফটি ফিফটি অবস্থায় আছে বলে মন্তব্য করেছেন রিয়াল মিডফিল্ডার লুকা মদরিচ। ক্রোয়াট তারকা বলেছেন, ‘কোনো দলই বড় সুবিধা আদায় করতে পারেনি। লড়াই উন্মুক্ত, ফিফটি ফিফটি অবস্থায় চলছে। আমরা নিশ্চিত যে, আজ রাতে কোনো ফলই নির্ধারণ হয়নি।’

দ্বিতীয় লেগ ফাইনালের মতো হবে বলে মন্তব্য করেছেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়াও, ‘ভালো একটি ড্র হয়েছে। আগামী সপ্তাহে সব কিছু নির্ধারিত হবে। ম্যাচটা হবে ফাইনালের মতো। আর ফাইনাল জেতায় আমরা বেশ ভালো।’


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url