রিয়ালের বিপক্ষে ৪ গোলে কাস্তেয়ানোসের সঙ্গে আরও যাঁরা

 


ট্রফি বিবেচনায় নিলে ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। ইউরোপ শ্রেষ্ঠত্বের খেতাব সর্বোচ্চ জিতেছে ১৪ বার। কারও কারও কাছে রিয়াল ইউরোপের রাজাও বটে। ফুটবল রিয়ালের জন্য তাই জয়–পরাজয়ের চেয়ে একটু বেশিই। অনেকটা মর্যাদার ব্যাপারও।

রিয়ালের সেই মর্যাদাতেই যেন গতকাল রাতে আঘাত করেছেন তাতি কাস্তেয়ানোস। রিয়ালের বিপক্ষে একাই ৪ গোল করে বিরল এক রেকর্ডের সঙ্গী হয়েছেন কাস্তেয়ানোস। সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ম খেলোয়াড় হিসেবে রিয়ালের বিপক্ষে এক ম্যাচে চার গোল করার কীর্তি গড়েছেন এই আর্জেন্টাইন।


লা লিগায় রিয়ালের বিপক্ষে কোনো একক খেলোয়াড়ের সর্বশেষ চার গোল করার ঘটনা ঘটেছিল ১৯৪৭ সালে। ওভিয়েদোর এস্তেবান এচেভেরিয়া সেদিন অবশ্য রিয়ালের বিপক্ষে একাই গোল করেছিলেন ৫টি। তবে সব মিলিয়ে এ তালিকায় কাস্তেয়ানোসের আগে যিনি এই কীর্তি গড়েছিলেন সেই নামটি বেশ বিখ্যাত।

২০১৩ সালে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে রিয়ালের বিপক্ষে ৪ গোল করেছিলেন বরুসিয়া ডর্টমুন্ডের রবার্ট লেভানডফস্কি। লেভার আগের আরেকজন আর্জেন্টাইন রিয়ালের বিপক্ষে চার গোলের কীর্তি গড়েছিলে। রিয়াল জারাগোজার হয়ে খেলা দিয়েগা মিলিতো ২০০৬ সালে কোপা দেল রের ম্যাচে রিয়ালের বিপক্ষে ৪ গোল করে হইচই ফেলে দিয়েছিলেন।



তবে সর্বপ্রথম রিয়ালের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন বার্সেলোনার এক খেলোয়াড়। ১৯২৬ সালের কোপা দেল রেতে হোসেপ সামিতিয়ের রিয়ালের বিপক্ষে ৪ গোল করেছিলেন।

রিয়ালের বিপক্ষে ৪ গোল করার পর কাস্তেয়ানোস বলেছেন, ‘এটা স্বপ্নের মতো এক রাত। রিয়ালের বিপক্ষে ৪ গোল করা এবং এমন একটি দলের বিপক্ষে জেতা দারুণ ব্যাপার। আমার সতীর্থ এবং যারা আমাকে সমর্থন দিয়েছে তাদের ছাড়া এটা অসম্ভব ছিল।’


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url