স্পেন দলে নেই বিশ্বকাপের ১৫ জন, রোনালদোর বয়সকে পাত্তা দিচ্ছেন না মার্তিনেজ
রবার্তো মার্তিনেজের পর্তুগাল দলে ডাক পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো
বিশ্বকাপের শেষ ষোলো থেকে ছিটকে যাওয়ার পর স্পেন কোচের পদ হারান লুইস এনরিকে। তাঁর স্থলাভিষিক্ত হয়ে নতুন কোচের দায়িত্ব নেন লুইস দে লা ফুয়েন্তে। দায়িত্ব নেওয়ার পর নিজের প্রথম দল ঘোষণাতেই চমক দেখিয়েছেন ফুয়েন্তে।
বিশ্বকাপ দলের ১৫ জনকেই নিজের ঘোষিত ইউরো বাছাইপর্বের দল থেকে বাদ দিয়েছেন এই কোচ। এর মধ্যে সের্হিও বুসকেতস অবশ্য বিশ্বকাপের পরই অবসরের ঘোষণা দিয়েছেন।
ইউরো বাছাইপর্বে ২৫ মার্চ নরওয়ের বিপক্ষে ও ২৮ মার্চ স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে স্পেন। মূলত আগামী বছরের ইউরোয় চোখ রেখে এখন দল সাজাচ্ছেন ফুয়েন্তে। অন্যদিকে পর্তুগিজ কোচ রবার্তো মার্তিনেজের পর্তুগাল দলে ডাক পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
বিশ্বকাপের দল থেকে বাদ পড়াদের তালিকায় যাঁরা আছেন, তাঁদের মধ্যে বার্সেলোনার ফেরান তোরেস, জর্দি আলবা, এরিক গার্সিয়া ও আনসু ফাতি উল্লেখযোগ্য। আর রিয়াল থেকে বাদ পড়েছেন মার্কো আসেনসিও।
স্পেন দল থেকে বাদ পড়েছেন জর্দি আলবা
ফুয়েন্তের দলে বার্সা থেকে জায়গা পেয়েছেন মাত্র তিনজন। তাঁরা হলেন পেদ্রি, গাভি ও বালদে। বার্সার মতো তিনজন ডাক পেয়েছেন রিয়াল মাদ্রিদ থেকে। রিয়াল থেকে যাঁদের রাখা হয়েছে, তাঁরা হলেন দানি কারভাহাল, দানি সেবায়োস ও নাচো ফার্নান্দেজ। প্রথমবারের মতো স্পেন দলে জাগয়া পেয়েছেন ডেভিড গার্সিয়া, মার্তিন জুবিমেন্দি ও জুসেলু।
অন্যদিকে নতুন কোচ মার্তিনেজের পর্তুগাল দলে নিজের জায়গা ধরে রেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপে ব্যর্থতার পর রোনালদোর অবসর নিয়ে কথা হয়েছে অনেক। মার্তিনেজ কোচ হয়ে আসার পর তাঁকেও শুনতে হয়েছে রোনালদোর জায়গা নিয়ে প্রশ্ন। রোনালদোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছিলেন সাবেক বেলজিয়ান কোচ।